ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ-লিরিক্সঃ
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস
আয় রে সাগর আকাশ বাতাস
দেখ্বি যদি আয়।।
ধূলির ধরা বেহেশ্তে আজ,
জয় করিল দিলরে লাজ।
আজকে খুশির ঢল নেমেছে
আজকে খুশির ঢল নেমেছে
ধূসর সাহারায়।।
দেখ আমিনা মায়ের কোলে,
দোলে শিশু ইসলাম দোলে।
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।
আজকে যত পাপী ও তাপী,
সব গুনাহের পেল মাফী।
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।
নিখিল দরুদ পড়ে লয়ে নাম,
সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম।
জীন পরী ফেরেশ্তা সালাম জানায় নবীর পায়।।
জীন পরী ফেরেশ্তা সালাম জানায় নবীর পায়।।
Tribhuboner Priyo Muhammad-Lyrics:
Song Credit:
গানঃ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
শিল্পীঃ অজানা
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গানের ধরনঃ ইসলামিক গজল
ভাষাঃ বাংলা
শিল্পীঃ অজানা
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গানের ধরনঃ ইসলামিক গজল
ভাষাঃ বাংলা
