নাম মোহাম্মদ বোল রে মন(Nam Mohammad Bol Re Mon)-লিরিক্স

Nam Mohammad Bol Re Mon-Lyrics

 নাম মোহাম্মদ বোল রে মন-লিরিক্সঃ

নাম মোহাম্মদ বোল রে মন 
নাম আহমদ বোল।
যে নাম নিয়ে চাঁদ-সেতারা
 আস্‌মানে খায় দোল।।

পাতায় ফুলে যে নাম আঁকা
ত্রিভুবনে যে নাম মাখা,
যে নাম নিতে হাসিন
 ঊষার রাঙে রে কপোল।।

যে নাম গেয়ে ধায় রে নদী,
যে নাম সদা গায় জলধি,
যে নাম বহে নিরবধি 
পবন হিল্লোল।।

যে নাম রাজে মরু-সাহারায়,
যে নাম বাজে শ্রাবণ-ধারায়,
যে নাম চাহে কাবার মসজিদ 
 মা আমিনার কোল।।

Nam Mohammad Bol Re Mon-Lyrics:

Song Credit:

গানঃ নাম মোহাম্মদ বোল রে মন
শিল্পীঃ অজানা
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গানের ধরনঃ ইসলামিক গজল
ভাষাঃ বাংলা

Post a Comment

Previous Post Next Post