মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই-লিরিক্সঃ
মসজিদেরই পাশে
আমার কবর দিও ভাই
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের
আজান শুন্তে পাই।।
আমার গোরের পাশ দিয়ে ভাই
নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি
পবিত্র সেই পায়ের ধ্বনি
এ বান্দা শুনতে পাবে।
গোর আজাব থেকে
গোর আজাব থেকে
এ গুণাহ্গার পাইবে রেহাই।।
কত পরহেজগার
খোদার ভক্ত নবীজীর উম্মত,
ঐ মস্জিদে করে রে ভাই
ঐ মস্জিদে করে রে ভাই
কোরান তেলাওয়াৎ।
সেই কোরান শুনে যেন
আমি পরান জুড়াই।।
কত দরবেশ ফকির রে ভাই
মস্জিদের আঙিনাতে
আল্লার নাম জিকির করে
আল্লার নাম জিকির করে
লুকিয়ে গভীর রাতে।
আমি তাদের সাথে কেঁদে কেঁদে
আমি তাদের সাথে কেঁদে কেঁদে
নাম জপ্তে চাই
আল্লার নাম জপ্তে চাই।।
আল্লার নাম জপ্তে চাই।।
Masjideri Pashe Amar Kobor Dio Bhai-Lyrics:
Song Credit:
গানঃ মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
শিল্পীঃ অজানা
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গানের ধরনঃ ইসলামিক গজল
ভাষাঃ বাংলা
